লালমনিরহাটের আদিতমারী উপজেলার রুহানী নগর এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর২০২৫) দুপুর ২টায় আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের রুহানী নগর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।
নিজস্ব প্রতিবেদক।
উদ্বোধনী বয়ান পেশ করেন প্রধান বক্তা মোতালিবি রহমান সাইফি (সিরাজগঞ্জ)।
তিনি ইসলামের দাওয়াত, তাওহীদের গুরুত্ব, নৈতিকতা ও মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বয়ান পেশ করেন জামিয়া কারিমীয়া রুহানিয়া মাদ্রাসার হুজুর মোঃ আব্দুর রহমান কারিমী।
তাঁর বক্তব্যে মুসলিম জীবনে নামাজ, আমল, আখলাক ও ইলমের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
ইজতেমাকে কেন্দ্র করে রুহানী নগর এলাকায় সৃষ্টি হয়েছে শান্তিপূর্ণ, ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ।
দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থলে ভিড় জমাচ্ছেন।
আয়োজকরা জানিয়েছেন, পুরো ইজতেমা চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তের আলেম–ওলামারা দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন।