নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো।
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শেরপুর উপজেলার ছোট ফুলবাড়ী এলাকায়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হলেন, নবির হোসেন (৩৭) ও রুহুল আমীন (৬৯)।ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,“মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”ডিএনসি বগুড়ার জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। প্রশাসন ও জনগণের সম্মিলিত সহযোগিতায় আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।”তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তথ্য দিলে পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে।”ডিএনসি সূত্র জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।