মোঃগোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবির হাতে গ্রেফতার হওয়া ভারতীয় রুপি বহনকারী এক চোরাকারবারিকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর (সোমবার) গ্রেফতারকৃত আসামী মোঃ এরশাদুল হক। তিনি জহির উদ্দিনের ছেলে এবং দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মামলা নম্বর-৬/২৫, জি আর নম্বর-২৩২/২৫, তারিখ-১৫ ডিসেম্বর ২০২৫ ইং রুজু করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি) ধারায় দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।