রোববার (২১ ডিসেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিলীপ রায়।এদিকে, একইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে রোকন উদ্দিন বাবুল ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়ন ক্রয় করেছেন—এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার অনুসারীরা।রাজনৈতিক নেতাকর্মীরা জানান, রোকন উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দলের একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকাবাসীর মাঝেও তাকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া কাগজ প্রচার করে। ওই কাগজে কোনো প্রার্থী কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর বা সিল নেই।এ বিষয়ে তার পক্ষ থেকে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলা হয়েছে, “এই ধরনের মিথ্যা গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। আমি বিএনপির সাথেই আছি এবং দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।