নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ডিএনসি বগুড়ার উদ্যোগে এক বিশেষ মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন গড় মহাস্থান বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার কার্যালয়ের সদস্যরা। এসময় ডিএনসির সদস্যরা মাদকের ভয়াবহতা, সামাজিক ক্ষতি ও আইনি পরিণতি বিষয়ে সচেতনমূলক বক্তব্য প্রদান করেন।এ সময় স্থানীয় ব্যবসায়ী ও বাজারের সাধারণ মানুষ কর্মসূচিকে স্বাগত জানান। এক ব্যবসায়ী বলেন,“এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে তরুণরা সচেতন হবে। আমরা ব্যবসায়ীরাও চাই আমাদের এলাকা মাদকমুক্ত থাকুক।”একজন স্থানীয় বাসিন্দা জানান, “ডিএনসি সরাসরি এসে কথা বলায় মানুষ গুরুত্ব দিচ্ছে। শুধু অভিযান নয়, সচেতনতা থাকলেই মাদক ঠেকানো সম্ভব।”কর্মসূচির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না—এটি একটি পরিবার, একটি সমাজ এবং পুরো প্রজন্মকে বিপদের দিকে ঠেলে দেয়। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধই মাদক নির্মূলে সবচেয়ে কার্যকর অস্ত্র। তাই অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি—সবার সম্মিলিত দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন,“ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করছে। গড় মহাস্থান বাজারের মতো জনসমাগমপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও সরাসরি কথা বলার উদ্দেশ্য হলো—মানুষ যেন মাদকের কুফল বুঝে নিজেরাই ‘না’ বলতে শেখে। তথ্য দিলে পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে।”কর্মসূচিতে ডিএনসি কর্মকর্তারা মাদকসেবন ও মাদক ব্যবসার ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, মাদক অপরাধের জন্ম দেয়, কর্মক্ষমতা নষ্ট করে এবং তরুণ সমাজকে বিপথে ঠেলে দেয়। লিফলেটে মাদকের ধরন, ক্ষতি, আইনি শাস্তি এবং সহায়তা পাওয়ার পথ সম্পর্কে তথ্য দেওয়া হয়।ডিএনসি বগুড়া জানায়, মাদকবিরোধী এই ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে চলবে। প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগেই একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।