নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।
সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে বগুড়া সদর থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই নারী হলেন লালমনিরহাট জেলার সদর থানাধীন মোঘলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে রিংকি বেগম (২৭) এবং একই গ্রামের মৃত হাসান আলীর মেয়ে বিলকিস বেগম (৩৮)।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি মোড়স্থ তিনমাথা থেকে সাতমাথাগামী পাকা সড়কের পূর্ব পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুই নারীর দেহ তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, বর্তমানে মাদক চক্রগুলো নারী ও শিশুদের পারিবারিক পরিচয়কে ব্যবহার করে মাদক পরিবহন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
নারী বা পুরুষ পরিচয়ে মাদক কারবার করে পার পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।তিনি বলেন, ডিএনসি বগুড়া জেলা কার্যালয় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।ডিএনসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত বিলকিস বেগমের চার বছর দুই মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম ফাইম।গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।