নিজস্ব প্রতিবেদক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতীবান্ধা-পাটগ্রাম (১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার একাধিক নেতাকর্মী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ার বলেন, দল-মত নির্বিশেষে হাতীবান্ধা-পাটগ্রাম (১) আসনের সাধারণ জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী।তিনি আরও বলেন, এই এলাকার সাধারণ মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মাদকমুক্ত সমাজ গঠন, ঘুষ ও দুর্নীতি রোধ, দরিদ্র ও অবহেলিত মানুষের অধিকার আদায় এবং কৃষক-দিনমজুরসহ সর্বস্তরের মানুষের ন্যায্য দাবি সংসদে তুলে ধরাই তার মূল লক্ষ্য।তিনি বলেন, হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র। তাদের পাশে দাঁড়ানো, ইসলামের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে মাঠে-ঘাটে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখবেন।শাইখুল হাদীস মুফতি ফজলুল করীম শাহরিয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা উলামা পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।