সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানের এক অবিশ্বাস্য সাফল্য অর্জিত হয়েছে। সরিষার কলের মেশিনে দুর্ঘটনাবশত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমজীবী ব্যক্তির হাত প্রায় ৬ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পুনরায় সংযুক্ত করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা।
গত মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) কর্মস্থলে কাজ করার সময় অসতর্কতাবশত সরিষার কলের মেশিনে পড়ে রোগীর একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর রক্তক্ষরণ ও তীব্র যন্ত্রণায় আক্রান্ত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন রোগীর জীবন ও ভবিষ্যৎ নিয়ে পরিবারসহ সবাই ছিলেন চরম উদ্বেগে।
তবে সব শঙ্কাকে পেছনে ফেলে অর্থোপেডিক বিভাগের স্বনামধন্য চিকিৎসক ডা. বি. কে. মন্ডল–এর নেতৃত্বে একদল দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দীর্ঘ ৬ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচারে হাতটি পুনরায় সংযুক্ত করতে সক্ষম হন।
চিকিৎসকরা জানান, বিচ্ছিন্ন হাত পুনঃসংযোগ একটি অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এতে রক্তনালি, স্নায়ু, হাড় ও পেশি নিখুঁতভাবে সংযুক্ত করতে হয়। এই জটিল অস্ত্রোপচারে অত্যন্ত দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সব ধাপ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে রোগী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং হাতটিতে রক্ত সঞ্চালন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে অপারেশন সফল হওয়ায় আশাবাদী চিকিৎসক দল ও রোগীর পরিবার।
এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রমাণ করলেন, জেলা পর্যায়ের হাসপাতালেও এখন জটিল ও জীবন বদলে দেওয়া চিকিৎসা সম্ভব হচ্ছে। এটি স্থানীয় মানুষের জন্য এক নতুন আশার আলো।