নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁয় একটি মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি
নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজন ও নওগাঁ জেলা ক্রীড়া দপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে নওগাঁ জেলার চারটি দল অংশগ্রহণ করে। যার মধ্যে সুলতানপুর স্পোর্টিং ক্লাব, নওগাঁ; বোয়ালিয়া ভলিবল ক্লাব, নওগাঁ; মান্দা ভলিবল একাডেমি-১, নওগাঁ এবং মান্দা ভলিবল একাডেমি-২, নওগাঁ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালিয়া ভলিবল ক্লাব, নওগাঁ এবং রানার্সআপ হয় মান্দা ভলিবল একাডেমি-২, নওগাঁ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ আলমগীর হোসেন বলেন,“মাদক বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজ এই ভয়াবহ মাদকের আগ্রাসনের প্রধান শিকার। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং সর্বোপরি একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী কার্যক্রমকে শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।”
তিনি আরও বলেন,“খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের মাদক থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। মাঠে খেলাধুলায় যুক্ত থাকলে তরুণরা মাদক, অপরাধ ও অসামাজিক কার্যক্রম থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকে। সে কারণেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করছে।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“শুধু প্রশাসন নয়, মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের প্রতি নজরদারি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে পারলেই মাদকের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার বলেন,“খেলাধুলা একটি জাতিকে সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলে। নিয়মিত খেলাধুলা করলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ তৈরি হয়। মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে খেলাধুলাকে সম্পৃক্ত করা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
তিনি আরও বলেন,“নওগাঁ জেলার ক্রীড়া উন্নয়নে জেলা ক্রীড়া অফিস সবসময় খেলোয়াড়দের পাশে রয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট ও অন্যান্য সচেতনতামূলক প্রচার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, মাদকবিরোধী এই ভলিবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।