নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন **বেগম খালেদা জিয়া**’র মৃত্যুতে রাষ্ট্র গভীর শোক প্রকাশ করেছে এবং তিন দিনের **রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, **৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি** পর্যন্ত সব দেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে। একইসাথে **৩১ ডিসেম্বর, বুধবার** সারাদেশে **সাধারণ ছুটি** ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। শোকের এই মেয়াদে **সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও ভবনে জাতীয় পতাকা টানা-অর্ধনমিত থাকবে।
খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেছেন; তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, গণতন্ত্রের জন্য আকর্ষণীয় সংগ্রাম এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তাকে দেশের একজন প্রধান নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর মৃত্যুতে ক্রীড়া, ব্যবসা ও সামাজিক মহলেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও ব্যবসায়ী সমিতি খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর অবদানকে স্মরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
রাষ্ট্রীয় শোককালে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতারা এবং আন্তর্জাতিক স্তর থেকেও শোক বার্তা এসেছে এবং বিভিন্ন দেশ ও কূটনৈতিক মিশন শোক প্রকাশ করেছে।