লালমনিরহাটের আদিতমারী উপজেলায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স ওয়ান স্টার ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশগত ক্ষতি রোধে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।