সেলিম হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। যেখানে এতদিন কোনো রেললাইন ছিল না, সেখানে বর্তমান সরকারের উদ্যোগে যশোর–বেনাপোল রেলপথ হয়ে সরাসরি সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালুর কাজ এগিয়ে চলেছে।
আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট বাজার এলাকায় একটি রেলস্টেশনের সাইনবোর্ড দেখা গেলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষায়, বহু বছর পর সাতক্ষীরাবাসী রেললাইন পেতে যাচ্ছে—এটি আমাদের জন্য ঐতিহাসিক সুখবর।
সাতক্ষীরা জেলায় ভোমরা স্থলবন্দর, সুন্দরবনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনা রয়েছে। রেল যোগাযোগ চালু হলে দেশের অন্যান্য জেলার সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে সাতক্ষীরার বিখ্যাত আম, কুলসহ ধান, পাট, গম, পটল, উচ্ছে, বেগুন, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন ও বিপণনে বড় সুবিধা মিলবে।
নতুন প্রজন্মের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে এই রেললাইন দক্ষিণবঙ্গের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।