আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৬১ জন ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণ বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে চাপারহাটে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন সারপুকুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাঈদ, নুরুন্নবী ও রমণীকান্ত, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিসুর রহমান ও মোফাজ্জল হোসেন, কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহমান, লাকি বেগম ও ময়না রানী এবং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলামসহ উপজেলার ৮টি ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য ও সদস্যাগণ।
যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দুই উপজেলায় কোনো দৃশ্যমান উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট ও দুর্নীতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে।
তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এই এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্টসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
রোকন উদ্দিন বাবুল বলেন, আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় কাজ করতে হবে, যাতে নির্বাচনে জয়লাভ করে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।