লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মোসাব্বিরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে লালমনিরহাট কেন্দ্রীয় বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় হামার বাড়িতে এসে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা
‘আমার দেশ, তোমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’,
‘আমি কে? তুমি কে?—মোসাব্বির, মোসাব্বির’,
‘মোসাব্বির হত্যার বিচার চাই’,
‘হত্যাকারীদের ফাঁসি চাই’
সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে শহর প্রকম্পিত করে তোলেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে মোসাব্বির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ ঘটনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদুল হক আসাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুজ্জামান আশরাফ ও রফিকুল ইসলাম পাটোয়ারী যুবরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মোঃ শাহরিয়ার আলম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আসাদুল হাবিব মানিক, উপজেলা যুগ্ম আহ্বায়ক দবিয়ার রহমান ও শামসুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।