সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া, উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ার আমানুল্লাহ ডিগ্রি কলেজের মাঠে ‘সম্প্রীতি’ আয়োজিত একটি কনটেন্ট ক্রিয়েটার মিটআপকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম।
টিমের নিয়মিত মনিটরিং কার্যক্রমে দেখা যায়, উক্ত অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা, গালিগালাজ ও অনৈতিক আচরণের জন্য সমালোচিত একাধিক টিকটকার উপস্থিত ছিলেন।
সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের দাবি, অনুষ্ঠান চলাকালীন প্রকাশ্যে অনুপযুক্ত ও অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
এতে শিক্ষার্থী ও যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিতর্কিত টিকটকারের বিষয়ে পূর্বেই জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির আলোচনায় বিষয়টি উপস্থাপন করা হয়েছিল।
এরপরও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন পুনরায় হওয়াকে দায়িত্বহীনতার পরিচায়ক হিসেবে দেখছে টিম।
সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম জানায়, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাটি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া সাইবার ক্রাইম অ্যালার্ট টিম সকল শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও যুব সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই অনৈতিক বা বিতর্কিত প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।