রাজশাহী ব্যুরো: বগুড়ায় এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জীবন দাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার–এর নেতৃত্বে উত্তর চেলোপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১ (এক) পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জেলার সদর থানাধীন উত্তর চেলোপাড়ার এলাকার মৃত দীপক দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আসামিকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন,
“মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান,“বগুড়াকে মাদকমুক্ত রাখতে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আমরা আরও সফল হবো।”
ডিএনসি বগুড়া জানিয়েছে, মাদকাসক্তি-মুক্ত বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য—এই অঙ্গীকার বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।