লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন আদিতমারী–কালীগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রোকন উদ্দিন বাবুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১২টা থেকে ভাদাই ইউনিয়নের বিভিন্ন মন্দিরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকন উদ্দিন বাবুল, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি। সভাপতিত্ব করেন শ্রী সুধীর চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ রুবেল, আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হবিবার রহমান হবি, আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহরি আলম রনি, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ভেন্ডার, সাধারণ সম্পাদক ইবনে হাসান কাসুরি চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবদল নেতা এবি আহাদসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, তারা ধর্মব্যবসায়ী—তাদের দ্বারা প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা সম্ভব নয়। কিছু রাজনৈতিক নেতা ‘জান্নাতের টিকিট’ বিক্রির মতো বিভ্রান্তিকর কর্মকাণ্ডে লিপ্ত বলেও তিনি মন্তব্য করেন। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
সভাপতির বক্তব্যে শ্রী সুধীর চন্দ্র রায় বলেন, একটি সুন্দর দেশ, শক্তিশালী গণতন্ত্র ও যোগ্য সংসদ সদস্য নির্বাচনের জন্য তারা ধানের শীষে ভোট দিয়েছেন এবং এবারও দেবেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গণতন্ত্র ও দেশের স্বার্থে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের আহ্বান জানান এবং সকলের দোয়া কামনা করেন।