রাজশাহী ব্যুরো: বগুড়ায় গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) বিকেল অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম শুকনা গাঁজা তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানাধীন শিলকওড় গ্রামে শিলকওড় মিছবাহুল উলুম আলিম মাদ্রাসা মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় তার ডান হাতে ধরা একটি টিস্যু ব্যাগে রাখা ৫০০ গ্রাম শুকনা গাঁজাসহ গ্রেফতার হন।
গ্রেফতারকৃত হলেন, কাহালু উপজেলার তেতুলিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর মতিউর রহমান ওরফে মতি (৫০)।
ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে এই গ্রেফতার করা হয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কেউ মাদক সংক্রান্ত তথ্য দিলে তা গোপন রাখা হবে।”
এ ঘটনায় ডিএনসি’র উপপরিদর্শক শাহ আলম বাদী হয়ে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানে উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।