
সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন ও ৯ নং হেলাতলা ইউনিয়নের সংযোগ সড়কের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চরম বেহাল। এলাকাটির ওপর দিয়ে চলাচলের জন্য বর্তমানে ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতুই ভরসা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় ৬০ বছরেও এখানে কোনো স্থায়ী ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়নি। বাঁশের ছোট্ট সেতুটির দুই পাশেই রাস্তা শেষ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
৯ নং হেলাতলা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা বলেন, এটি তাদের “প্রাণের দাবি”। দ্রুত স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে এবং যানবাহন চলাচল হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।
এলাকাবাসীর প্রত্যাশা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) দ্রুত উদ্যোগ নেবে এবং এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের মাধ্যমে দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে।
#কলারোয়া #সাতক্ষীরা #হেলাতলা #কুশোডাঙ্গা #যোগাযোগব্যবস্থা #সেতু #ব্রিজ #এলাকাবাসীরদাবি #LGED