
নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারী নথিভুক্ত রাস্তা কেটে পুকুর করেছেন মহেন্দ্রনাথ রায় নামে এক প্রভাবশালী ব্যাক্তি। এতে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে ৬টি পরিবার।
অভিযোগে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকার প্রভাবশালী মহেন্দ্রনাথ রায় তিন বছর আগে সরকারী নথিভুক্ত একটি রাস্তা কেটে করেছেন মস্তবড় একটি পুকুর। দেশ স্বাধিনের আগে থেকে এই রাস্তা হয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা সাপ্টিবাড়ির বিড়ানি হয়ে লালমনিরহাট শহরে যাতায়ত করত। সেই জনবহুল রাস্তাটির একটি অংশ বিলিন করে ব্যাক্তি মালিকানাধিনে পরিনত হয়েছে আর বিছু অংশ সরকারী নথিভুক্ত থাকলেও বাস্তরে প্রভাবশালী মস্তবড় পুকুর।
প্রথম দিকে স্থানীয়দের পুকুরের পাশ দিয়ে যাতায়তের জন্য রাস্তা করে দেন। পরবর্তিতে সে রাস্তাও পুকুরে ভেঙে নেয়া হয়। অবশেষে ব্যাক্তি মালিকানাধিন জমিতে ওই সব পরিবারের যাতায়তের রাস্তা করে দেন। দুই আগে মহেন্দ্রনাথ তার মালিকানাধিন মাত্র ৩ হাত দৈর্ঘের রাস্তাও বন্ধ করে অবরুদ্ধ করেন এলাকার ৬টি পরিবারকে।
এসব বিষয় নিয়ে ভুক্তভোগি পরিবারের একজন সুকুমার রায় বাদি হয়ে দুই বছর আগে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গিয়ে যাতায়তের রাস্তা খুলে দেন। এর কয়েক দিনের মধ্যে আবারও রাস্তাটি বন্ধ করে দেন মহেন্দ্রনাথের ছেলে মদন মোহন। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৬টি পরিবার। মাত্র তিন হাত দৈর্ঘ্যের এ রাস্তায় গর্ত করে কিছু কাটা ও জিআই তার দিয়ে বন্ধ করা হয়েছে।
বাধ্য হয়ে সেখানকার বিশ্বনাথ ও সুনিল চন্দ্র ঘর বাড়ি রেখে সন্তানদের নিয়ে অন্যত্রে বসবাস শুরু করেন। বাকী ৪ পরিবার অন্য দিকে জমির আইল ও বাঁশ বাগানের বাঁকা জায়গা দিয়ে ঘুরে ঘুরে যাতায়ত করছেন। বর্ষাকালে তাদেরকে আরও চরম দুর্ভ