
মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা) আসনের এনসিপি প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে ডোনেশন চেয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি এলাকার দীর্ঘদিনের নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার চিত্র তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, উত্তর ধরলা অঞ্চলের মানুষ এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই বঞ্চনার বিরুদ্ধে মানুষের পক্ষে দাঁড়াতেই তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুক পোস্টে মাহফুজুল ইসলাম কিরণ বলেন, তিনি ক্ষমতার রাজনীতির পরিবর্তে মানুষের রাজনীতিতে বিশ্বাস করেন। তার রাজনীতি হবে স্বচ্ছতা, ইনসাফ, দায়বদ্ধতা ও মানুষের সেবার রাজনীতি। তিনি উত্তর ধরলা অঞ্চলকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন বলেও উল্লেখ করেন। নির্বাচনী ব্যয় প্রসঙ্গে এনসিপি প্রার্থী কিরণ বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। কালো টাকা বা প্রভাবশালী মহলের ওপর নির্ভর না করে তিনি সাধারণ মানুষের সহযোগিতার ওপর ভরসা রাখতে চান। জনগণের দোয়া, পরামর্শ এবং সামান্য আর্থিক সহযোগিতাই বড় পরিবর্তন আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পোস্টে তিনি আরও জানান, নির্বাচনী তহবিলে পাওয়া প্রতিটি টাকার স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং আয়-ব্যয়ের পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। শেষে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে লেখেন, “আসুন, আমরাই হই পরিবর্তনের কারিগর। আমাদের টাকায়, আমাদের এমপি। জনতার শক্তিতে, জনতার সংসদ।” এ বিষয়ে পোস্টটি স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে তাদের মতামত ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।