
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনী যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এটি হবে ইতিহাসের সেরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
তিনি এই আসনের বিএনপির সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চান, ইনশাআল্লাহ।