
মো: জাকির হোসেন,বিশেষ প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। সারাদেশের ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন অঞ্চলে মনোনয়নপত্র জমার চিত্র নিম্নরূপ—
ঢাকা অঞ্চল: ৪১টি আসনের বিপরীতে ৪৪৪টি
ফরিদপুর অঞ্চল: ১৫টি আসনের বিপরীতে ১৪২টি
চট্টগ্রাম অঞ্চল: ২৩টি আসনের বিপরীতে ১৯৪টি
কুমিল্লা অঞ্চল: ৩৫টি আসনের বিপরীতে ৩৬৫টি
রাজশাহী অঞ্চল: ৩৯টি আসনের বিপরীতে ২৬০টি
খুলনা অঞ্চল: ৩৬টি আসনের বিপরীতে ২৭৬টি
বরিশাল অঞ্চল: ২১টি আসনের বিপরীতে ১৬৬টি
ময়মনসিংহ অঞ্চল: ৩৮টি আসনের বিপরীতে ৩১১টি
সিলেট অঞ্চল: ১৯টি আসনের বিপরীতে ১৪৬টি
রংপুর অঞ্চল: ৩৩টি আসনের বিপরীতে ২৭৮টি
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।