1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫টি ভেকু নিষ্ক্রিয় তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! বগুড়ার ধুনটে গাঁজাসহ ৫ জন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শিক্ষার আঙিনায় বিষের ব্যবসা, ডিএনসির অভিযানে গ্রেফতার ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার আদিতমারীর ভাদাই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল বগুড়ায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক কলারোয়া কলেজ মাঠে বিতর্কিত টিকটকার মিটআপ: তদন্তে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম লালমনিরহাটে মোসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাবলু মিয়া পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দিবাগত রাতে ভিতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বানিয়ার ভিটা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঘরের ভেতর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিমা বেগম (৩৫) ওই এলাকার আবুল হোসেনের ভাগিনা বাবলু মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের বিয়ে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা করছে পুলিশ।
প্রতিবেশী ও স্বজনদের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে মাছের ব্যবসা করতেন এবং পারিবারিকভাবে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।
তবে স্থানীয়দের একাংশের ধারণা, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকতে পারে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, ঘটনার সময় বাবলু মিয়াকেও তুলে নিয়ে যাওয়া হতে পারে অথবা তার সঙ্গেও কোনো অঘটন ঘটতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত হয়নি।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট