
রুহানী নগর ইজতেমায় ভিন্ন আঙ্গিকের বর্ণিল আয়োজন
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের আদিতমারী উপজেলার রুহানী নগর এলাকায় এবারের ইজতেমাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী পরিবেশ ও উৎসবমুখর আবহ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ধর্মীয় মহাসম্মেলন, তবে আয়োজনের বৈচিত্র্য ও প্রস্তুতিতে এবার দেখা যাচ্ছে নতুনত্বের দারুণ ছাপ।
ইতোমধ্যে ইজতেমা মাঠে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও বরেণ্য হুজুরদের আগমন নিশ্চিত হয়েছে। তাদের অকৃত্রিম তালীম, হেদায়েতি বয়ান ও আধ্যাত্মিক নসীহত শোনার উদ্দেশ্যে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ সমবেত হতে শুরু করেছেন।
এবারের আয়োজনের বিশেষ দিক হচ্ছে নারীদের জন্য আলাদা সুব্যবস্থা। বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে যেখানে নারী মুসল্লিরা নিশ্চিন্ত পরিবেশে বয়ান শুনতে পারবেন। আয়োজকদের মতে, ধর্মীয় শিক্ষায় নারীদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ৪ নভেম্বর ২০২৫ রুহানী নগর ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ৭ নভেম্বর সকাল আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে পুরো এলাকায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সরেজমিনে কাজ করছে। আগত মুসল্লিদের যাতায়াত, থাকার ব্যবস্থা, খাবার, চিকিৎসাসেবাসহ সব ধরনের সুবিধা নিশ্চিতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি।
ইজতেমার দিন যত ঘনিয়ে আসছে, রুহানী নগর এলাকা ততটাই এক মিলনমেলায় পরিণত হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আশপাশের গ্রাম-গঞ্জ। ব্যবসা-বাণিজ্যে এসেছে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য।
আয়োজকদের প্রত্যাশা, এবারের রুহানী নগর ইজতেমা শুধু আঞ্চলিক পর্যায়ে নয়, বরং জাতীয়ভাবে একটি স্মরণীয় ও অনুকরণীয় ধর্মীয় আয়োজনে পরিণত হবে।