
সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এসএম শহিদুল ইসলাম। এ সময় সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন, তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
#সাতক্ষীরা #কলারোয়া #সোনাবাড়িয়া #বিএনপি #খালেদা_জিয়া #দোয়া_মাহফিল #রাজনীতি #বাংলাদেশ