
সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত কলারোয়া আসনের এমপি পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব-এর পক্ষে গয়ড়া গ্রামের তালা এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আশরাফুজ্জামান (মন্টু)। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুবদলের সেক্রেটারি গাজী শফিউল আলম শফি, ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক আব্দুল মান্নান, গয়ড়া ৪ নম্বর ওয়ার্ডের শাহাজান গাজী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আয়ুব হোসেন, গয়ড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. কবিরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই।