
সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
খুলনায় এনসিপি নেতা মোতালেব সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ঘাতকরা যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে।সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা থেকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিটি যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। এ সময় সীমান্ত এলাকায় জরুরি সতর্কতা (অ্যালার্ট) জারি করা হয়।বিজিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডে জড়িতরা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।