
সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কলারোয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার (২২ ডিসেম্বর) সকালে কলারোয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর দিকনির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এইচ এম শাহিন-এর সরাসরি নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে এসআই (নিঃ) আমির হোসাইন, এএসআই আসলাম শিকদার ও এএসআই রকিবুল হাসানসহ পুলিশের একটি চৌকস দল কলারোয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।অভিযানকালে মৃত সোনা কাজীর বাড়ির ভাড়াটিয়া সালমা খাতুনের শয়ন কক্ষ তল্লাশি করে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন— ১) সালমা খাতুন (২৬), স্বামী: ওবাইদুল গাইন, স্থায়ী ঠিকানা: রামচন্দ্রপুর, থানা: কলারোয়া। ২) শাহিন হোসেন (৩০), পিতা: কেরামত সরদার, ঠিকানা: দক্ষিণ বোয়ালিয়া, থানা: কলারোয়া।আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।পরে সোমবারই আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।