
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:
বগুড়ায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলার ধুনট থানাধীন পূর্ব গুয়াডহরী গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি চৌকস দলঅভিযান পরিচালনা করে। অভিযানে চলাকালে আব্দুল বাছেদ নামের মাদক কারবারির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল বাছেদ জেলার ধনুট থানাধীন গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের মৃত খলিল শেখের ছেলে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারিরা কেউই ছাড় পাবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন,“মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণের তথ্যের ভিত্তিতেই আমরা এসব অভিযানে সফল হচ্ছি।”
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধুনট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।