
সেলিম হোসেন,সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:
প্রতিদিনের মতো চোখে একরাশ স্বপ্ন নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সুরাইয়া খাতুন (১৮)। কিন্তু বেত্রাবতী হাইস্কুলের সামনের সেই পথই যে তার জীবনের শেষ সীমানা হবে, তা কেউ জানত না। সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলারোয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী সুরাইয়া খাতুন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে বেত্রাবতী হাইস্কুলের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খাতুন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার গাজীর মেয়ে। তিনি কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইকে করে কলেজে যাওয়ার পথে বেত্রাবতী হাইস্কুলের সামনে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রলি ইজিবাইকের সঙ্গে ধাক্কা দেয়। এতে সুরাইয়া ছিটকে পড়েন এবং ট্রলির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে অবৈধ ট্রলি ও মাটিবাহী যানবাহনের বেপরোয়া চলাচল এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তারা বলেন, আমরা কারও রিজিক বন্ধ করতে চাই না, তবে সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কোনো ব্যবসা চলতে পারে না। সড়কে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।