
রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাপলা খাতুন (৩০) কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টি এলাকায় মাদক ব্যবসায়ী শাপলার বসতবাড়িতে অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটপ চৌকস দল। অভিযানে বসত বাড়িতে থাকা মাদক ব্যবসায়ী শাপলার দেহ তল্লাশি করে
১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাপলা খাতুন বগুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হাড্ডিপট্টি এলাকার শাপিন ওরফে আশিকের স্ত্রী।এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“গ্রেফতারকৃত শাপলা খাতুন বগুড়া শহরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও মাদক কারবারে জড়িত থাকার তথ্য আমাদের কাছে ছিল। যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে। শাপলার মতো যারা মাদক ছড়িয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় বগুড়া সদর মাদক ব্যবসায়ী শাপলার বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।