
রুহানী নগর ইজতেমার দ্বিতীয় দিনে প্রধান বক্তার নসিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার রুহানী নগর এলাকায় চলমান তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী ইজতেমার আজ দ্বিতীয় দিন (৫ ডিসেম্বর)। সকাল থেকেই ব্যাপক ভিড়, দোআ-দরুদ ও তাকবিরে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। দূরদূরান্ত থেকে হাজারো মুসল্লির অংশগ্রহণ করে এলাকার সাধারন মানুষ জন এখন আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়েছে।
দ্বিতীয় দিনের মূল বয়ান ও নসিহত পেশ করছেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা শরিফুল ইসলাম (ঢাকা – কলরব)। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে দীনদার জীবন, আত্মশুদ্ধি, নামাজের গুরুত্ব, এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হয়। মুসল্লিদের ভীষণ আগ্রহ নিয়ে তাঁর বয়ান মনোযোগ সহকারে শোনতে দেখা গেছে।এবং বয়ান পেশ করেন মাওলানা :আব্দুল জলিল পীর সাহেব (কুষ্টিয়া) আরও নসিয়ত পেশ করেন
বিভিন্ন জায়গা থেকে আগত আলেম ও স্থানীয় হাফেজ গন।
ইজতেমা ময়দানে নিরাপত্তা, খাদ্য ও আবাসিক ব্যবস্থাসহ সকল আয়োজন সফলভাবে পরিচালিত হচ্ছে বলে আয়োজক কমিটি জানিয়েছে। আগামী ৬ তারিখ চলমান থাকবে আগামী রবিরার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী ইজতেমার সমাপ্তি হবে।