1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫টি ভেকু নিষ্ক্রিয় তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! বগুড়ার ধুনটে গাঁজাসহ ৫ জন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শিক্ষার আঙিনায় বিষের ব্যবসা, ডিএনসির অভিযানে গ্রেফতার ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার আদিতমারীর ভাদাই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল বগুড়ায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক কলারোয়া কলেজ মাঠে বিতর্কিত টিকটকার মিটআপ: তদন্তে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম লালমনিরহাটে মোসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীতে ওয়াসার পাইপলাইনে কৃষ্ণচূড়ার অঙ্গহানি

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন পাইপলাইন স্থাপনের কাজের জন্য এবার শতাধিক গাছের ডালপালা কেটে ফেলা হচ্ছে। নগরের বিমানচত্ত্বর-বিহাস সড়কের একপাশের এই গাছগুলোর বেশিরভাগই কৃষ্ণচূড়া। গ্রীষ্ণের কাঠফাটা রোদের মধ্যে গাছগুলো এ সড়কের পথচারীদের ছায়া দেয়। চোখ জুড়ানো কৃষ্ণচূড়া ভুলিয়ে দেয় ক্লান্তি।রাজশাহী নগরের পানির চাহিদা মেটাতে শহর থেকে ২৬ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলার সারেংপুরে ট্রিটমেন্ট প্লান্ট বসানো হচ্ছে। সেখান থেকে পদ্মার পরিশোধিত পানি আসবে শহরে। প্রায় ৩ হাজার কোটি টাকার এ মেগাপ্রকল্পে শহরের ভেতরেও ৪১ কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রকল্পের জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের এক পাশে গাছ কেটে সম্প্রতি সমালোচনার মুখে পড়ে ওয়াসা।এবার রাজশাহী নগরের বিমান চত্ত্বর থেকে বিহাস সড়কের একপাশে শতাধিক গাছের ডালপালা কাটা পড়ছে। চার লেনের দৃষ্টিনন্দন এ সড়কটির দুপাশে রয়েছে কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির গাছ। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) গাছগুলোর পরিচর্যা করে। সড়কের একপাশ দিয়ে ওয়াসা পাইপলাইন বসাচ্ছে। এ জন্য ফুটপাতে থাকা গাছের ডালপালা কাটা পড়ছে।সোমবার দুপুরে নাদের হাজির মোড় এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের কিছু অংশে এক দিকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এক্সকেভেটর যন্ত্র দিয়ে সড়ক খননের পর ক্রেন দিয়ে পাইপ বসানো হচ্ছে। এক্সকেভেটর ও ক্রেন চালাতে গিয়ে গাছের ডাল ভেঙে যাচ্ছে। তাই গাছগুলোর সড়কের দিকে থাকা ডালগুলো কেটে দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন সেই ডাল নিয়ে যাচ্ছেন। অর্ধেক ডালপালা কাটা অবস্থায় ক্ষত নিয়ে কৃষ্ণচূড়া গাছগুলো দাঁড়িয়ে আছে। ওই এলাকায় ৮৬টি কৃষ্ণচূড়া গাছে লাল ও সাদা রং দিয়ে নাম্বারিং করে রাখা দেখা গেছে।স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী বলেন, ‘পরিকল্পনার অভাব। যেভাবে গাছের ডাল কেটে ফেলা হচ্ছে তাতে গাছগুলো মারা যাওয়ার আশঙ্কা আছে। সড়ক খুঁড়েই পাইপ বসানো হচ্ছে। আর দুই ফুট ফুটপাতের পাশ থেকে সরে পাইপ বসালে গাছগুলো এভাবে নষ্ট হতো না।’সাইটে দায়িত্বে থাকা একজন প্রকৌশলী বলেন, ‘আমরা কোনো গাছ কাটছি না। এক্সকেভেটর ও ক্রেন চালাতে গেলে কিছু ডাল ভেঙে যাচ্ছে। তখন সেগুলো কেটে ফেলতে হচ্ছে।’

রাজশাহীর পরিবেশ আন্দোলনকর্মী আতিকুর রহমান বলেন, ‘গাছ না কাটলে এরা কোন কাজ করতে পারে না, বারবার তারা সেটি প্রমাণ করেছে। সঠিক পরিকল্পনা থাকলে গাছ রক্ষা করেও উন্নয়ন কাজ করা যেত। সড়ক তো তারা খুঁড়ছেই, দুইফুট ভেতর দিকে খুঁড়লে গাছের এমন অঙ্গহানি হতো না। এখনও সুযোগ আছে। তারা যেন গাছের ক্ষতি না করে।’গাছের ডালপালা কাটার ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম। তিনি বলেন, ‘কারা ডাল কাটছে আমরা জানি না। কেউ অনুমতি নিয়েছে কি না, সেটিও আমি জানি না।’তবে গাছের ডাল কাটার জন্য সিটি করপোরেশনের অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ। তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়েছি। গাছ ফুটপাতে আছে, পাইপ বসছে সড়কে। তাই গাছ কাটার প্রয়োজন নেই। তবে এক্সকেভেটর ও ক্রেন চালাতে গিয়ে কিছু গাছের ডাল ভেঙে যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট