1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫টি ভেকু নিষ্ক্রিয় তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! বগুড়ার ধুনটে গাঁজাসহ ৫ জন গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শিক্ষার আঙিনায় বিষের ব্যবসা, ডিএনসির অভিযানে গ্রেফতার ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার আদিতমারীর ভাদাই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল বগুড়ায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক কলারোয়া কলেজ মাঠে বিতর্কিত টিকটকার মিটআপ: তদন্তে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম লালমনিরহাটে মোসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুপারের বরখাস্ত প্রত্যাহারেও দায়িত্ব ছাড়ছেন না ভারপ্রাপ্ত সুপার

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভুয়া সনদে নিয়োগ ও বয়স জালিয়াতির অভিযোগে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা অচল**কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, ভুয়া সনদ, পদবী ও বয়স জালিয়াতি এবং প্রশাসনিক দ্বন্দ্বে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাময়িক বরখাস্ত প্রত্যাহার হলেও সুপার সাঈদুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নিজ ক্ষমতায় প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এর সরাসরি প্রভাব পড়েছে শিক্ষক ও কর্মচারীদের ওপর। টানা ছয় মাস ধরে ১২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে।

বরখাস্ত প্রত্যাহারের পরও দায়িত্ব হস্তান্তর হয়নি

এডহক কমিটির সভাপতি মাহফুজার রহমান জানান, বিধি অনুযায়ী সভা ও রেজুলেশনের মাধ্যমে সুপার সাঈদুর রহমানের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হয়েছে। বোর্ড, অধিদপ্তর ও গেজেট অনুসারে তা কার্যকর হলেও ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম দায়িত্ব ছাড়ছেন না এবং কমিটিকে না জানিয়েই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন।

ভুয়া সনদ ও এনটিআরসিএ জালিয়াতির অভিযোগ

মাদ্রাসার সহকারী শিক্ষক খুরশিদ নুর আলম কাজল (গণিত) ও রতনা পারভীর (কম্পিউটার) এবং সহ-মৌলভী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভুয়া এনটিআরসিএ নিবন্ধনের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। ২০২৫ সালে তাদের সনদ যাচাইয়ে অসঙ্গতি পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। যদিও অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সহ-মৌলভী আমিনুলের দ্বৈত পদ ও বেতন বিতর্ক

অভিযোগ রয়েছে, আমিনুল ইসলাম ২৩ বছর ধরে সহ-সুপার ও সহ-মৌলভী—দুটি পদে অনিয়মিতভাবে অবস্থান করছেন। পদবী সংশোধন না করায় তার বেতন ২০২২ সালে বন্ধ হলেও পরে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক অনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি পুনরায় বেতন তুলছেন বলে অভিযোগ উঠেছে।

এ কারণে ২০১৪ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী মৌলভী তৈয়বুর রহমান এখনও এমপিওভুক্ত হননি।

মজিবরের বয়স জালিয়াতি ও বেতন উত্তোলন

চতুর্থ শ্রেণির কর্মচারী মজিবর রহমানের জন্মসাল ১৯৬২ হওয়ায় ২০২২ সালে তার চাকরি শেষ হওয়ার কথা থাকলেও এমপিওতে ১৯৬৯ দেখিয়ে তার বয়স সাত বছর কমানো হয়েছে। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত সুপার আমিনুলের প্রত্যয়ন ও জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় আদালতের আদেশ ছাড়াই তার বয়স সংশোধন করে প্রায় তিন বছরের স্থগিত বেতন উত্তোলন করা হয়েছে।

সাবেক সুপার আব্দুল জলিল জানান, মজিবরের একটি প্রশংসাপত্র তিনি নিজ হাতে লিখেছিলেন, তবে ১৯৬৯ সালের প্রশংসাপত্রটি তার লেখা নয়।

নিয়োগ বাণিজ্য ও নথি জালিয়াতির অভিযোগ

২০০২ সালে সহ-সুপার, অফিস সহকারী ও অন্যান্য পদে নিয়োগে লিখিত ও ভাইভায় নম্বর জালিয়াতি, অযোগ্য প্রার্থীদের নিয়োগ ও পরে পদ পরিবর্তনের মাধ্যমে এমপিওভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। সফিয়ার রহমানের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর পরিবর্তন ও অবৈধভাবে পদ পরিবর্তনের তথ্য নথিতে মিলেছে।

শিক্ষার্থীর সংকট ও পরীক্ষা ছাড়াই বই বিতরণ

ভারপ্রাপ্ত সুপার পরীক্ষার ফল প্রকাশ না করেই নতুন বই বিতরণ করেছেন। তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে মাত্র ২ জন এবং মোট ২১২ জনের মধ্যে ৫৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। বই নিতে উপস্থিত ছিল ৫০ জনেরও কম।

প্রশাসনের বক্তব্য

জেলা নির্বাচন অফিসার আলমগীর জানান, মজিবরের জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধন করা হয়েছে, আদালতের আদেশ এলে তা সংশোধন করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জটিল, তিনটি গোপন প্রতিবেদন ইউএনওকে দেওয়া হয়েছে।

নতুন ইউএনও শাহাদাৎ হোসেন জানান, দুই পক্ষের কাগজপত্র দেখে নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

দাবি

স্থানীয় সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ভুয়া সনদ, বয়স জালিয়াতি, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট