
মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ রোকনুজ্জামান বাচ্চু (৪৩) এবং আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী গ্রামের মোঃ হাসেন আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন আনার (৩৪)।
পুলিশ জানায়, বাচ্চু ভুরুঙ্গামারী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এবং আনার আন্ধারিঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
#ভুরুঙ্গামারী #কুড়িগ্রাম #গ্রেফতার #সন্ত্রাসবিরোধীআইন #আওয়ামীলীগ #যুবলীগ #মৎস্যজীবীলীগ #বাংলাদেশ #ক্রাইমনিউজ